“দিদিকে বলো”-তে যুবদের নামাতে অভিষেকের গাইড লাইন

“দিদিকে বলো”-তে যুব তৃণমূলকে কোমর বেঁধে নামাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বৈঠকের পর গ্রামসফরের গাইড লাইন করে দিয়েছেন তিনি। বুথস্তর পর্যন্ত সক্রিয় থাকবে যুব সংগঠন। কর্মীদের বাড়ি রাত্রিবাস, পরদিন সেখানে পতাকা তোলা, মানুষের সমস্যার সমাধানে সাহায্য করা সহ বিভিন্ন করণীয় নির্দিষ্ট করা হয়েছে।