Sunday, November 16, 2025

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

Date:

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর থেকেই ইডেনের পিচ নিয়ে নিত্য নতুন বায়না শুরু করেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।  ম্যাচ হারের পর পিচ নিয়ে বিতর্কের যবনিকা টানলেন গম্ভীর।

পিচ যাতে স্পোর্টিং হয় তার জন্য সব রকম চেষ্টা করে সিএবি। ম্যাচ শুরুর একদিন আগে সারারাত পিচ খোলা রাখা হয়েছিল। যাতে অন্তত শিশিরে কিছুটা প্রাণ পায় পিচটা। সেই খরবও পৌছে যায় গম্ভীরের কাছে। তারপর থেকে শুধু পিচ দেখার একজন ‘পাহারাদার’ রাখা হয়। যার কাজ হবে যাতে কোনও ভাবেই ‘আইনের ফাঁক’ দিয়ে নির্দেশ বহির্ভূত আর কিছু না হয়, সেটা নজরদারি করা।

ম্যাচ হারের পর কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ইডেনের উইকেটের প্রশংসা করেন গম্ভীর(Gautam Gambhir)। তিনি সরাসরি বলে  দিলেন, আমরা এইরকম উইকেট চেয়েছিলাম।” নিজের দলের ক্রিকেটারদের ব্যাটিং দক্ষতা এবং কঠিন পরিস্থিতিতে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাকেই হারের জন্য দায়ী করলেন টিম ইন্ডিয়ার হেডস্যার।

ইডেনের হারের গৌতম গম্ভীর বলেন,”উইকেট যেমন চেয়েছিলাম, তেমনই আমরা পেয়েছি। সে জন্য ইডেন কিউরেটরকে ধন্যবাদ। কিন্তু আমাদের দলের ক্রিকেটারদের এই ধরনের উইকেটে সঠিক ভাবে খেলার মতো মানসিক শক্তি ও দক্ষতায় আরও উন্নতি করতে হবে। দলের বেশির ভাগ খেলোয়াড়ই খুব একটা অভিজ্ঞ নয়। ওদের এই ধরনের উইকেটে খেলা আরও শিখতে হবে”।

একইসঙ্গে গম্ভীর বলেছেন, “আমাদের একটাও পার্টনারশিপ তৈরি করতে পারেনি। আমাদের একটা ৪০-৫০ রানের পার্টনারশিপ তৈরি করতে পারিনি। এটা হারের একটা কারণ। আমাদের পরাজয় থেকে শিক্ষা নিতে হবে।”

পরের টেস্ট ২২ নভেম্বর। ইডেন টেস্ট তিনদিনে শেষ হয়ে যাওয়ায় বাড়তি দু’দিন পাওয়া গিয়েছে।প্রথমে পরিকল্পনা ছিল, জিতলে কয়েকজন ক্রিকেটার ছুটি নিতেন। সব ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার ইডেনেই অনুশীলন করবে ভারতীয় দল।

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version