Monday, November 17, 2025

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন করে সহনাগরিককে হারাতে হচ্ছে রাজ্যের মানুষকে। কেউ ভোটার তালিকায় নাম না থাকার আতঙ্কে  প্রাণ হারাচ্ছেন। কেউবা তালিকায় ভুল থাকায় প্রাণ দিচ্ছেন। এবার স্বামীর নামে ভুল থাকায় অশান্তিতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙার এক মহিলা। পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে অশান্তি ভোগ করার পরে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।

মুর্শিদাবাদের বেলডাঙার (Beldanga) সুরুলিয়া গেটপাড়ার বাসিন্দা সাকিলা বিবির বিয়ে হয়েছিল বহু আগে। ২৫ বছর আগে তাঁর স্বামী হচিউদ্দিন শেখ মারা গিয়েছেন। তবে ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল হচিউদ্দিন ও সাকিলা দুজনেরই। কিন্তু সমস্যা হচিউদ্দিনের নামে। ভোটার তালিকায় (voter list) নাম ছিল হচিউদ্দিন শেখ। কিন্তু সাকিলার সব কাগজপত্রে হচিউদ্দিনের ‘শেখ’ পদবীটি বাদ চলে গিয়েছে। তা নিয়েই চিন্তায় ছিলেন সাকিলা, দাবি পরিবারের সদস্যদের।

সম্প্রতি ইনিউমারেশন ফর্ম হাতে পেয়েছিলেন সাকিলা বিবি। তারপর থেকেই তিনি বিভিন্ন জায়গায় তাঁর আশঙ্কার কথা জানিয়েছিলেন। তাঁর প্রয়াত স্বামীর নামের বদলে তাঁকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এমন আশঙ্কা তৈরি হয়েছিল তাঁর। পরিবারের সদস্যরা ও স্থানীয় পঞ্চায়েতের কর্মীরা বোঝালেও তিনি আশ্বস্ত হননি, এমনটাই দাবি পরিবারের। সেই সঙ্গে তাঁর দুই মেয়েরও নাম ছিল না ২০০২ সালের তালিকায়। তাতে তিনি আরও আতঙ্কে পড়ে গিয়েছিলেন।

আরও পড়ুন : ১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

রবিবার ভোরে তিনি কাছাকাছি রেললাইনের উপর শুয়ে পড়েন। মালগাড়ির (goods train) ধাক্কায় তাঁর মৃত্যু হয় বলেই অভিযোগ। জিআরপি (GRP) এসে দেহ উদ্ধার করে। স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ শামিম আখতার জানান,আত্মঘাতী ওই মহিলা এসআইআর (SIR) শুরুর পর থেকে আতঙ্কে ছিলেন। বহুবার তিনি আমার সঙ্গে দেখা করেছেন। আমি তাকে আশ্বস্ত করেছিলাম ২০০২-এর ভোটার তালিকায় স্বামীর নাম ভুল থাকলেও তাঁর নাম কোনওভাবেই বাদ যাবে না। তা সত্ত্বেও তাঁর আতঙ্ক কমেনি।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version