Sunday, November 16, 2025

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম সারিতে বাংলা। লাগাতার ১৫ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন তাঁরা। তারই মধ্যে শনিবার থেকে নির্বাচন কমিশন (Election Commission) ঘোষণা করে দিয়েছে দেশে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর (SIR) প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার, যা বিএলও-দের (BLO) মনে আরও চাপ বাড়িয়েছে। রবিবার সেই চাপে একদিকে কলকাতা, অন্যদিকে বীরভূমে (Birbhum) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দুই বিএলও।

কলকাতায় বেলেঘাটা ৩৪ নম্বর ওয়ার্ডে রবিবার বৈঠক ডাকেন বিএলও সুপারভাইজার (BLO Supervisor)। ফর্ম ফিলাপের পরে ফর্ম সংগ্রহ ও তা বিএলও অ্যাপে (BLO App) তোলার কাজ চলছে এই এলাকায়। ২০৫ পার্টের বিএলও-দের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অনিমেষ নন্দী নামে এক বিএলও (BLO)। তাঁকে বেলেঘাটার (Beleghata) একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। এরপরই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়, নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

তাঁর সহকর্মী বিএলও-রাও একই দাবি করেন। টানা ১৫ দিন ধরে তিনি এসআইআর-এর কাজ করে চলেছেন। এরপরই দুদিন ধরে তিনি অসুস্থ বোধ করছিলেন। এই কাজ থেকে অব্যহতিও চাইছিলেন। শেষে কাজের চাপেই তিনি রবিবার সুপারভাইজারের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে অন্যান্য বিএলও-রাই হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন : চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

অন্যদিকে প্রায় ২২ ঘণ্টা কাজের চাপে বীরভূমের বোলপুরে (Bolpur) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক বিএলও (BLO)। বোলপুরের লোহাগড়ের বাসিন্দা ওই বিএলও জানিয়েছেন দুদিন ধরে তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। অথচ তিনি অসুস্থ নন আগে থেকে। বিএলও-দের প্রশিক্ষণ পর্ব থেকে টানা কাজ করছিলেন তিনি। লোহাগড়ের ১৭৮ নম্বর পার্টের বিএলও গোলাম মণ্ডল শনিবারও একইভাবে ফর্ম সংগ্রহ করে তা অ্যাপে তোলার কাজ করেন। দিনে প্রায় ২২ ঘণ্টা কাজ করেন তিনি। রবিবার ভোর রাত থেকে বুকে ও মাথায় প্রবল ব্যথা অনুভব করেন। সকালে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তিনি আপাতত এই কাজ থেকে অব্যহতি চাইছেন।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version