ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)। মতুয়া দলপতিদের পাশে থেকে অনশন মঞ্চেও রয়েছেন তিনি। এবার তাঁদের পাশে দাঁড়ালো রাজ্য প্রশাসন। রবিবার অনশন (hunger strike) মঞ্চে গেলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) ও স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty)।
রবিবার ঠাকুরনগরে (Thakurnagar) মতুয়া (Matua) দলপতিদের অনশন ১২তম দিনে পড়ল। ইতিমধ্যেই একাধিক দলপতি অসুস্থ হয়ে অনশন মঞ্চেই চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু তাঁরা অনশন মঞ্চ ছেড়ে, আন্দোলন ছেড়ে যাননি। তবে এক দলপতি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই পরিস্থিতিতে মতুয়ারা নিজেদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতেই অনড়। এসআইআর-এর (SIR) মাধ্যমে সিএএ (CAA) করে তাঁদের নতুন করে নাগরিক হওয়ার কমিশনের শর্ত মানতে নারাজ তাঁরা।
আরও পড়ুন : রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে
সেই আন্দোলনকারীদের সমর্থন জানাতে রবিবার তাঁদের পাশে যান মন্ত্রী শশী পাঁজা ও মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বিকাল চারটে নাগাদ বড়োমার ঘরের বাইরে যেখানে অনশনে মতুয়া দলপতিরা, সেখানে পৌঁছন তাঁরা। মমতাবালা ঠাকুরসহ অনশন মঞ্চে উপস্থিত দলপতিদের সঙ্গে কথা বলেন তাঁরা। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন। যাঁরা অনশন করছেন, তাঁদের সঙ্গে কথা বলেন।
–
–
–
–
–
–
