Tuesday, May 13, 2025

মঙ্গলবার নবান্নে লোকনাথ মিশন কচুয়াধাম এবং চাকলা লোকনাথ সেবা সঙ্ঘের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। কচুয়াধামে যাতায়াতের জন্য রাস্তা তৈরির আবেদন জানান লোকনাথ মিশনের কর্তাব্যক্তিরা। সেখানকার নানা সমস্যার কথাও তুলে ধরা হয়।

আরও পড়ুন-আশারাম বাপু, রাম রহিমের সঙ্গে শামির তুলনা করে বিস্ফোরক হাসিন জাহান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুই লোকনাথ ধামের সামগ্রিক উন্নয়নের জন্য রাস্তা, আলো সহ পরিকাঠামোর ব্যবস্থা করা হবে। কচুয়া ও চাকলা থেকে কলকাতা আসা-যাওয়ার বাস রুট করে দেওয়া হবে। মহিলা শৌচালয়ের ব্যবস্থা করা হবে। যাত্রী নিবাস ও বাস শেল্টার করা হবে। তবে আরও কী কী উন্নয়ন করা যায়, তার পরিকল্পনা করতে জেলাশাসকের নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দেন মুখ্যমন্ত্রী। তাঁর এই উদ্যোগে খুশি দুই লোকনাথ ধামের কর্তাব্যক্তিরা।

কচুয়া লোকনাথ মিশনের কার্যকরী সভাপতি রণজিৎ চৌধুরী বলেন, আমরা যেসব সমস্যার কথা তুলে ধরেছিলাম, মুখ্যমন্ত্রী তা মানবিকভাবে সব করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আশাকরি সব সমস্যা মিটে যাবে। তীর্থযাত্রীদের খুব সুবিধা হবে। কচুয়া ও চাকলার সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা করতে বলেছেন তিনি। এর জন্য একটি কমিটিও করে দিয়েছেন। কচুয়া ও চাকলার মধ্যে বাস পরিষেবা চালু করবেন বলেছেন। এছাড়াও কলকাতার সঙ্গে যোগাযোগ আরও উন্নত করার কথা বলেছেন।

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, তীর্থযাত্রীদের সুবিধার্থে কচুয়া ও চাকলা ধামের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-নাকা চেকিংয়ে ধরা পড়ল গাড়ি ভরতি গাঁজা , ধৃত দুই

Related articles

ঝড়-বৃষ্টির দাপট! মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ শ্রমিক

বাঁকুড়ায় কাজ করতে গিয়ে ঝড়ের জেরে মৃত্যু হল ২ শ্রমিক। মঙ্গলবার সকালে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে গিয়ে...

পুত্র-সুখ পাইনি, পুত্র-শোক পেলাম: প্রতীমকে হারিয়ে আক্ষেপ দিলীপ ঘোষের

রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পর তাঁর পুত্র প্রতীমকেও আপন করে নেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

১ জুন থেকে ট্রাফিক লঙ্ঘনে বন্ধ কাগজের চালান! বাধ্যতামূলক হচ্ছে ‘সংযোগ’ পোর্টাল

আগামী ১ জুন থেকে রাজ্যজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে আর হাতে লেখা কাগজের চালান কাটা হবে না। রাজ্য...

বুধ-বৃহস্পতিবারের মধ্যেই নাইট শিবিরে যোগ রাসেল সহ বাকি বিদেশিদের

আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল(IPL)। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আইপিএলের(IPL) পরিবর্তিত সূচী ঘোষণা...
Exit mobile version