পাকিস্তানের হেড কোচ মিসবা, বোলিং কোচ ওয়াকার ইউনিস

পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ হলেন মিসবা উল হক। শুধু তাই নয় দলের প্রধান নির্বাচক হিসেবেও তাঁকে দেখা যাবে। বোলিং কোচ হিসেবে প্রাক্তন পাক তারকা পেসার ওয়াকার ইউনিসকে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বুধবার এই কথা ঘোষণা করেছে পিসিবি। দু’জনের সঙ্গে তিন বছরের চুক্তি করা হয়েছে।

ইন্তিখার আলম, বাজিদ খান, আসাদ আলি খান, ওয়াসিম খান ও জাকির খানের 5 সদস্যের কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। দায়িত্ব পেয়ে মিসবা বলেছেন, পাকিস্তান দলের কোচ হতে পেরে ভীষণ খুশি আমি। ভাল লাগছে। আমি সম্মানিত। শুধু তাই নয়, এটা একটা বড় দায়িত্ব। তাই ক্রিকেট বিশ্বে পাকিস্তানকে উচ্চতার শিখরে পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। জানি অনেক প্রত্যাশা রয়েছে। তবে কাজটার জন্য আমি তৈরি।’

2019 বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করে ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনার শিকার হয়েছিল পাক দল। এখন নয়া কোচ আসায় চিত্রটা বদলায় কিনা, সেটাই দেখার।

আরও পড়ুন-120 পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মগডালে ভারত