চূর্ণী গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘তারিখ’-এর সাফল্যের যাত্রা অব্যাহত। কিছুদিন আগেই এই ছবি সেরা সংলাপের জন্য জাতীয় পুরস্কার জিতেছিল। এবারে লস অ্যাঞ্জেলস ফিল্ম অ্যাওয়ার্ডে তিন তিনটি পুরস্কার জিতে নিয়েছে ‘তারিখ’। সেরা ন্যারেটিভ ফিচার, সেরা সঙ্গীত ও সেরা সম্পাদনা— এই তিনটি বিভাগে পুরস্কৃত হয়েছে ছবিটি।
