হিমেশ রেশমিয়ার হাত ধরে গান রেকর্ড করে জীবন বদলে গিয়েছে রানু মন্ডলের। একদিন যাঁর মাথা গোঁজার ঠাই ছিল না, আজ তাঁর জীবনে কোন কিছুর অভাব নেই। টাকা, সম্মান কী নেই! প্লে-ব্যাক গায়িকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবার মুম্বইয়ে পাকাপাকিভাবে থাকার কথা ভাবছেন তিনি। তাঁর কথায়, “বারবার ফ্লাইটে করে মুম্বই যাওয়া আমার কাছে বিরক্তিকর এবং কঠিনও। তাই এবার মুম্বইতেই নিজের বাড়ি বানাতে চাই।”
আরও পড়ুন-ভণ্ডের ভণ্ডামি ভাঙতে গিয়ে মার খেল পুলিশ, মাথা ফাটল ওসির