পুলওয়ামার ধাঁচে হামলা করার ছক কষেছে পাকিস্তান। সীমান্তে দু’হাজার পাক সেনা মোতায়েন করা হয়েছে দু’দিন আগে থেকেই। ইতিমধ্যেই তিনটি ডাম্পার মোতায়েন করা হয়েছে সীমান্তে। সেখানে মজুত করা রয়েছে বিপুল পরিমাণ আগ্রেয়াস্ত্র এবং বিস্ফোরক। এগুলো তুলে দেওয়া হবে জঙ্গিদের হাতে। যারা সীমান্ত পেরিয়ে হামলা চালাবে। আর পেছনে থাকবে পাক সেনা। সেপ্টেম্বরের 1-2 তারিখ থেকে এই মজুত করার কাজ চলছে। পাক অধিকৃত কাশ্মীরের রাওলাকোট রাখ চক্রী সেক্টরে এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছে। এই এলাকায় রয়েছে পাকিস্তানি সেনার 10 নম্বর বালোচ রেজিমেন্ট। উত্তর কাশ্মীর দিয়ে এই হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে। 60 জন জঙ্গিকে সীমান্ত পেরিয়ে হামলা চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 10 হাজার জঙ্গিকে নিয়োগ করা হচ্ছে এই অপারেশনের জন্য। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এই ছক কষেছে।
- Advertisement -
Latest article
এবার কলকাতাতেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, মার্লিন গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত
শিল্পের নতুন দিগন্ত খুলতে চলেছে রাজ্যে। এবার কলকাতাতেই হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (World Trade Center)। বাংলায় শিল্প উন্নয়নের জোয়ার আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...
৩ বছরে আরও ১০০ টি শিল্প পার্ক তৈরির লক্ষ্যমাত্রা রাজ্যের, কোন কোন জেলায় হবে?
রাজ্য সরকার আগামী ৩ বছরে বিভিন্ন জেলায় ১০০ টি শিল্প পার্ক তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে। এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা শিল্প...
মালিকপক্ষ চাইলে বন্ধ সংস্থা খুলতে সাহায্য করবে রাজ্য: মলয়, কর্মদিবস নষ্টের বিরুদ্ধে ঋতব্রত
বন্ধ হয়ে যাওয়া কোনও বেসরকারি শিল্প সংস্থা যদি আইন মেনে আবার চালু করতে চায় মালিকপক্ষ, তবে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে রাজ্য। মঙ্গলবার বেঙ্গল...