চন্দ্রযান 2 এর চাঁদের মাটি ছোঁওয়া আর কিছুক্ষণের প্রতীক্ষা।
চাঁদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান 2। সব কিছু ঠিকঠাক থাকলে রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম। ভোর সাড়ে 5টা নাগাদ ল্যান্ডার থেকে বেরিয়ে যাবে রোভার ‘প্রজ্ঞান’। এরপরই চাঁদের মাটিতে ঘুরে ঘরে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে এই রোভার। আর এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে ইসরোর দফতরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । উল্লেখ্য, 22 জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান 2 উৎক্ষেপণ করে ইসরো।
চন্দ্রযান 2 এর চাঁদের মাটি ছোঁওয়ার কাউন্টডাউন শুরু, ইসরোর দফতরে থাকবেন প্রধানমন্ত্রী
Date:
Share post:


