রক্ষকই ভক্ষক। ট্রেনের মধ্যে অভিনেত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল আরপিএফ কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগ, ওই কনস্টেবল মত্ত অবস্থায় ছিলেন। ধৃতের নাম সমরেশ মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, 8টা 46 মিনিটের শেষ নামখানা লোকাল ধরে বাড়ি ফিরছিলেন এক যুবতী।জেনারেল কামরাতেই উঠেছিলেন ওই যুবতী। এরপর ট্রেনটি লক্ষ্মীকান্তপুর ঢুকলে, অভিযুক্ত আরপিএফের কনস্টেবল যুবতীকে মহিলা কামরায় যেতে বলেন বলে অভিযোগ।

আরও পড়ুন-সোনাগাছির থিমের পুজোয় অসুর এবার ‘উষ্ণায়ন’

অভিযোগ, তিনি মহিলা কামরায় যাওয়ার পর তাঁর পিছু পিছু যায় ওই কনস্টেবলও। এদিকে রাত হয়ে যাওয়ায় মহিলা কামরা ফাঁকা ছিল। আর সেই ফাঁকা কামরাতেই অভিযুক্ত সমরেশ তাঁর শ্লীলতাহানি করে। তাঁকে জোর করে মদও সিগারেট খাওয়ানোর চেষ্টা করেন। কুপ্রস্তাবও দেন তাঁকে।

যুবতী সোনারপুরে নেমে জিআরপিতে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে আরপিএফ কনস্টেবল সমরেশ মন্ডলকে গ্রেফতার করে পুলিশ।


আরও পড়ুন-মৃত্যুপুরী নরেন্দ্রপুর: এবার শ্যুটআউটে নিহত এলাকার “ডন”

