ডাক্তারদের পর এবার প্রতিবাদ মিছিলে রাজপথে নামল জুনিয়র ইঞ্জিনিয়াররা। জানা গিয়েছে, WBPSC_JEE (জুনিয়ার ইঞ্জিনিয়ার)-এর চাকরিপ্রার্থীরা দুর্নীতির বিরুদ্ধ আইনি পদক্ষেপ নিয়েছেন।

গত 12 জুলাই তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখাও করেছিলেন। পাশাপাশি, ‘দিদি কে বল’-তে ফোনও করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি বলে দাবি তাঁদের। তাই আবার তাঁরা রাজপথে।

আরও পড়ুন-দঃ 24 পরগনায় ডেঙ্গুতে মৃত্যু যুবতীর
