নিখাদ বন্ধুত্ব হলেও বিপক্ষ হয়েই খেলতে হবে মার্কোস-গার্সিয়াকে

বদলে গেল দুই বন্ধুর ঠিকানা। একজন আছেন ইস্টবেঙ্গলে, আর একজনের জায়গা হতে চলেছে চার্চিল ব্রাদার্সে। কথা হচ্ছে লাল-হলুদ স্ট্রাইকার মার্কোস দে লা এসপারা ও জোয়াকুইন গার্সিয়াকে নিয়ে। লাল-হলুদ জার্সিতে ইতিমধ্যেই কলকাতা লিগ খেলছেন মার্কোস। আর গার্সিয়ার ঠিকানা হল মান্ডবীর তীরে চার্চিল ব্রাদার্স।

হংকং থেকেই দুই স্পেনীয় ফুটবলারের বন্ধুত্ব। মার্কোস খেলতেন কিটচিতে। পরে সাদার্নে। জোয়াকুইন খেলতেন ড্রিমস স্পোর্টস ক্লাবে। দীর্ঘ দিন ধরেই তিনি এশিয়ার ক্লাবে খেলছেন। একই দেশের দুই ক্লাবে খেলার সময় থেকেই মার্কোস ও জোয়াকুইনের বন্ধুত্ব গড়ে ওঠে। তা ছাড়া জোয়াকুইন ও মার্কোসের বান্ধবীরা একে অপরের খুব ভাল বন্ধু। সেই সুবাদে দুই ফুটবলারের সম্পর্ক আরও গাঢ় হয়। মার্কোস পরে হংকং ছেড়ে ফিরে যান স্পেনে। জোয়াকুইন থেকে যান হংকংয়েই। তবে দুই বন্ধুর ক্লাব বদলে গেলেও ভাঁটা পড়বে না বন্ধুত্বে। তাই মার্কোস-গার্সিয়া বন্ধুত্ব অটুট থাকবে, এমনটাই দাবি করেছেন এই দুই ফুটবল তারকা।

আরও পড়ুন-ডঃ সিভান, আপনি হারেননি!

 

Previous articleদিব্যি আছেন বাবা, মহেশ ভাটের মৃত্যুর গুজব উড়িয়ে জানালেন কন্যা পূজা ভাট
Next articleখিচুড়ি প্রসাদ খেয়ে গুরুতর অসুস্থ 40