Tuesday, November 18, 2025

বাংলায় বিজেপি-র ভোট-প্রস্তুতি শুরু, 16 সাংসদ, 13 বিধায়কের বিশেষ টিম

Date:

রাজ্যে বিধানসভা ভোটের বাকি এখনও পৌনে দু’বছর। এখন থেকেই সলতে পাকাতে নেমে পড়লো বঙ্গ-বিজেপি। কলকাতার ICCR-এ শনিবার বঙ্গ বিজেপি-র রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক হয়েছে। বিজেপি অন্দরের খবর, এই বৈঠকে 42টি লোকসভা আসন নিয়ে আলাদা আলাদা আলোচনা হয়েছে। দলের 16 সাংসদ, 13 বিধায়ক ও রাজ্য নেতাদের নিয়ে বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। ব্যস্ততার কারনে দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরিকে বাইরে রাখা হয়েছে। ঠিক হয়েছে, এই ক্ষমতাসম্পন্ন টিম 11 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি লোকসভা কেন্দ্রে ঘুরবে। প্রতি টিমে 3-4 জন সদস্য থাকবেন। একটি লোকসভা কেন্দ্রের আওতায় থাকা বিধানসভা কেন্দ্রগুলির পরিস্থিতি খতিয়ে দেখবেন। অভিজ্ঞ কয়েকজনকে একাধিক জেলার দায়িত্বও দেওয়া হয়েছে। বিধানসভা ভোটের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই কমিটি বা টিমের বক্তব্য অগ্রাধিকার পাবে। কলকাতার দুটি লোকসভা আসন, উত্তর এবং দক্ষিণ কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। জানা গিয়েছে, হাওড়া ও হুগলি জেলার দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version