Tuesday, May 13, 2025

বাঁধ ভাঙ্গলো আবেগ, মোদির আলিঙ্গনের সময়ে সিভনের চোখভরা জল

Date:

Share post:

ল্যান্ডার ‘বিক্রম’ গত রাতে চাঁদে অবতরণের সময় যোগাযোগ হারিয়ে ফেলেছে। এখনও নিঁখোজ ‘বিক্রম’। এই মুহূর্তেও ফৌজি তৎপরতায় যুদ্ধ চলছে ISRO-তে।

ওদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য ISRO-তে যান। বেঙ্গালুরুর স্পেস সেন্টার থেকে বেরিয়ে আসার সময় ISRO- চেয়ারম্যান সিভনকে জড়িয়ে ধরেন মোদি। আবেগপ্রবণ হয়ে পড়েন দু’জনই। প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ সিভনকে জড়িয়ে ধরে তাঁকে উত্সাহিত করতে থাকেন। তখন সিভনের চোখে জল। আর দেখা যায়, তিনি নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ছেন। এই ভঙ্গির একটাই অর্থ, হয়তো অশ্রুসজল চোখে ISRO-র প্রধান প্রধানমন্ত্রীকে বলতে চাইলেন, “আমরা পারলাম না”।

প্রধানমন্ত্রী শনিবার সকাল 8 টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।
বিজ্ঞানীদের উত্সাহিত করে প্রধানমন্ত্রী বলেন,

■ আপনারাই তাঁরা, যারা ভারত মাতাকে গর্বিত করার জন্যই বেঁচে থাকেন। আপনারাই তারা, যারা ভারত মাতাকে গর্বিত করার জন্য লড়াই করে চলেছেন। আপনারা ভারত মাতার প্রতি অনুরাগী, আপনারা নিজেদের সম্পূর্ণ জীবন তাঁর পায়ে সঁপে দিয়েছেন।আপনাদের স্বপ্ন ভারত মাতার গর্ব।

■ যা হয়েছে সেটা বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফল। বিজ্ঞানীদের পাশাপাশি আমি তাঁদের পরিবারকেও স্যালুট জানাচ্ছি।

■ আমরা সবাই একসঙ্গে আমাদের বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়ে রয়েছি। আজ ভারতবাসী আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত।
■ চাঁদে পৌঁছনোর জন্য আমাদের ইচ্ছাশক্তি আরও প্রবল হয়েছে। সংকল্প আরও দৃঢ় হয়েছে।
■ এই অভিযানের সঙ্গে অনেক মানুষ যুক্ত ছিলেন। বাধা এসেছে হয়তো কিন্তু আমরা আমাদের রাস্তা থেকে সরব না।
■ কাল রাত থেকে আপনারা কেউ ঘুমাননি। তাও আমার আপনাদের কাছে এসেছি সঙ্গে কথা বলার জন্য।
■ আজ হয়তো আমাদের অভিযান সফল হয়নি। কিন্তু আশা হারাবো না। এই ব্যর্থতায় আমরা পিছিয়ে পড়িনি। চাঁদকে ছোঁয়ার ইচ্ছা আরও প্রবল হল। লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত আমরা দাঁড়াব না। আমরা আত্মবিশ্বাসী, সফল আমরা হবোই।

spot_img

Related articles

বন্ধ বিমান, বারুদের গন্ধ কাশ্মীরে, সেনাকে মনোবল দিতে এয়ারবেসে মোদি!

সোমবার থেকে ভারত-পাকিস্তানের সহমতিক্রমে সংঘর্ষ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তারপরেও পঞ্জাবের জলন্ধরের আকাশে সন্দেহজনক ড্রোন প্রশ্ন তুলছে দুদেশের সমঝোতা...

সোপিয়ানে সেনা-সন্ত্রাসবাদীদের গুলির লড়াইয়ে ৩ লস্কর জঙ্গি নিহত: সূত্র

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও এক সাফল্য ভারতীয় সেনার! দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান এলাকায় (Shopian District, South Kashmir) ভারতীয় সেনাবাহিনীর অপারেশন...

অফিস টাইমে সিগনাল বিভ্রাটে বন্ধ মেট্রো, সমস্যায় যাত্রীরা

ফের নিত্যযাত্রীদের সমস্যায় ফেলে দুঃখিত বলে দায় সারল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাটের জেরে...

CBSE দ্বাদশের পরীক্ষায় রূপান্তরকামীদের পাশের হার ১০০ শতাংশ! সার্বিকভাবে এগিয়ে মেয়েরা 

মঙ্গলবার সকালে প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE class XII results) দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। চলতি...