BIG BREAKING: খোঁজ মিলল ল্যান্ডার বিক্রমের

অবশেষে ল্যান্ডার বিক্রমের অবস্থান জানা গেল। এমনটাই জানিয়েছেন ইসরো চেয়ারম্যান কে সিভান। চাঁদের জমিতেই রয়েছে বিক্রম। অরবিটরের মাধ্যমের ছবি পেয়েছে ইসরো। তবে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আশা ছাড়েনি ইসরো। গত 24 ঘণ্টায় মনিটরে চোখ রেখে বসেছিলেন মহাকাশবিজ্ঞানীরা। সম্ভাবনা ছিল বার্তা পাঠাতে পারে অরবিটার। রবিবার সেই অরবিটারই খুঁজে বার করল বিক্রমকে। ইসরো জানিয়েছে, চাঁদের বুকে অক্ষত অবস্থাতেই আছে বিক্রম। তার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন-আমরা বিজ্ঞানীদের সঙ্গে রয়েছি, ইসরো সর্বদা এভাবেই গর্বিত করুক: অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Previous articleব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে জোম্যাটো
Next articleচন্দ্রযান-2 নিয়ে বিশেষ কভার ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেলের