দুর্ঘটনায় জখম বিজেপির দুঁদে নেতা দুধকুমার মণ্ডল

গতকাল শনিবার গভীর রাতে বাড়ির কাছেই পথ দুর্ঘটনায় জখম হয়েছেন বীরভূমের ডাকাবুকো বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। তিনি কলকাতা থেকে ফেরার সময় এই দুর্ঘটনাটি হয়। সঙ্গে সঙ্গে তাঁকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এক্স-রে করার পর জানা যায়, চোট সামান্যই, কোন গুরুতর চোট বা ফ্র্যাকচার নেই। চিকিৎসকেরা জানিয়েছেন ভয়ের কোনও কারণ নেই। বর্তমানে তিনি সুস্থই আছেন।