চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ শামি(Md Shami)। ইডেন শামির ঘরের মাঠ। শুক্রবার থেকে ভারতীয় দল যখন টেস্ট খেলতে নামবে তখন বাংলাতেই থাকবেন শামি তবে অন্য শহরে।
রঞ্জি প্রথম তিনটে ম্যাচে পনেরো উইকেট নেওয়ার পর অনেকেরই মনে হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের টিমে হয়তো রাখা হবে শামিকে(Md Shami)। কিন্তু সেখানেও ডাকা হয়নি তাঁকে।এই পরিস্থিতিতে মনে করা যখন মনে করা হচ্ছি্ল জাতীয় দলে শামির দরজা বন্ধ ঠিক তখনই আশার আলো দেখা যাচ্ছে।
ভারতীয় দলের ম্যাচ থাকায় কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচক অজিত আগারকর। বৃহস্পতি্বার অনুশীলনে দীর্ঘক্ষণ কথা বললেন কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। শোনা যাচ্ছে কল্যাণীতে বাংলা দলের ম্যাচও দেখতে যেতে পারেন আগারকর। তবে তাঁর নজর থাকবে শুধু শামির উপর। শামিকে নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক গিলও।
গিল বলেন,”শামিকে আমরা মিস করি। কারণ ওই মাপের বোলার ভারতে বেশি নেই। তবে আমাদের মাথায় রাখতে হবে সাম্প্রতিক পারফরমেন্সে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে। আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণা কীরকম বল করছে সেটা মাথায় রাখতে হবে। পাশাপাশি আরও দুই স্তম্ভ মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ কী করতে পারে আমরা জানি। শামি ভাইয়ের মতো কেউ বাদ পড়লে কষ্ট হয়, কিন্তু আমাদের ভবিষ্যতের পরিকল্পনাও করতে হয়। শামিকে নিয়ে সিদ্ধান্ত নির্বাচকরাই নেবেন।”
দু’দিন আগে বোর্ডের এক প্রভাবশালী কর্তা বলে দেন, ইংল্যান্ড সফরেই শামির কথা ভাবা হয়েছিল। তাঁর সঙ্গে যোগযোগ করারও চেষ্টা হয়েছিল। যার পর থেকে বিতর্ক আরও বেড়েছে।
–
–
–
–
–
