স্কুলে অঙ্কে 100-তে কত পেয়েছিলেন কোহলি !

তিনি এখন সাফল্যের চূড়ায়। কিন্তু সেই সাফল্য কি এমনিতে এসেছে ? পরিশ্রম আর অধ্যবসায়কে সামনে রেখেই আজ তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরকে ছোঁয়া শুধু সময়ের অপেক্ষা।

কিন্তু সেই বিরাট নিজেই এবার অন্য এক গল্প শোনালেন। 22 গজে যিনি অকুতোভয়, সেই বিরাট অঙ্ক দেখলেই পালাতেন। স্কুলেও যেতে চাইতেন না। ছোটবেলা থেকেই বিরাটের বিরাট ভয় অঙ্কে !
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত অধিনায়ক জানিয়েছেন সেই গল্প। স্কুলে পড়ার সময় তাঁর কাছে অঙ্ক ছিল সবচেয়ে আতঙ্কের বিষয়। একবার তো তিনি অঙ্কে 100-তে মাত্র 3 পেয়েছিলেন বিরাট। এই ‘সিক্রেটও’ অকপটে স্বীকার করে নিয়েছেন বিশ্বসেরা বোলারদের ত্রাস কোহলি। বিরাট বলেছেন,” শুধু অপেক্ষায় ছিলাম কবে ক্লাস টেন পাশ করব। অঙ্ককে চিরতরে বিদায় জানাতে মরিয়া ছিলাম”।
কিং কোহলি’র মন্তব্য, জীবনের কঠিন হিসেব নিকেশকে আমল দিয়ে লাভ নেই, শুধু কাজ করে যাও, ফল মিলবেই।

আরও পড়ুন-বাগানে বসন্ত, জর্জ-কে হারিয়ে লিগ শীর্ষে সবুজ-মেরুন ব্রিগেড

 

Previous articleমর্মান্তিক ! চলন্ত বাস থেকে মাথা কাটা পড়ে রাস্তায় গড়াগড়ি
Next articleযৌন হেনস্থার ঘটনায় লাঞ্ছিতা জাতীয় স্তরের সাঁতারুর পাশে তৃণমূল