রিষড়ায় নির্যাতিতা সাঁতারুর বাড়িতে লকেট

গোয়ায় সাঁতারে অংশ নিতে গিয়ে নিজের কোচের হাতেই যৌননির্যাতনের শিকার নির্যাতিতা নাবালিকার বাড়িতে গেলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন দুপুরে রিষড়ার এই নাবালিকা সাঁতারু বাড়িতে এসে সর্বদা তার পাশে থাকার আশ্বাস দেন সাংসদ।এরই পাশাপাশি পুলিশের ভুমিকায় সরব হয়ে তিনি বলেন, নাবালিকা এই সাঁতারুর অভিযোগ প্রথমে থানা নেয়নি কেন।যেখানে এরাজ্যে কন্যাশ্রী কন্যাশ্রী বলে চিৎকার করা হয় সেখানে এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ দিতে গেলে থানা অভিযোগ নিতে চায় না কেন।

অবিলম্বে থানার গুলির এই সব কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। লকেট আরও বলেন তিনি সবসময় এই নাবালিকা জিবনে এই কান্ডটি কোন বাঁধা হয়ে দাড়াবে বা আমাদের কেন্দ্রীয় সরকার সবসময় ওর পাশে থাকবে। আমরা চাইবো অভিযুক্ত কোচের কঠোর শাস্তি হোক।এই নাবালিকা একটা দৃষ্টান্ত স্হাপন করলো এরপর ক্রীড়া জগতে এই সব নোংরা কার করার আগে তাকে ভাবতে হবে।

Previous articleছুটির দিনে বিকট শব্দে কেঁপে উঠলো অফিস পাড়া! তারপর যা ঘটলো
Next articleঝাড়গ্রাম রাজপরিবারে ভাঙন ধরালেন দিলীপ