অন লাইনে টাকার লেনদেন করেন? তাহলে গুগল পে-র এই নতুন ফিচারটি জানুন

গ্রাহক সুরক্ষার কথা মাথায় রেখে তাদের ওয়ালেট ‘গুগল পে’ অ্যাপে বিশেষ ফিচার আনল গুগল। আগে কাউকে টাকা পাঠানো বা কেউ টাকার জন্য রিকোয়েস্ট করলে সংশ্লিষ্ট অ্যাপের চ্যাটে তা দেখাত। এখন থেকে তার সঙ্গে গুগল পে অ্যাপে কোন পেমেন্ট করার পরে গ্রাহকদের নোটিফিকেশনের সঙ্গে SMS ও পাঠানো হবে।

পাশাপাশি, টাকা পাঠানো বা লেনদেনের সময় সেই অ্যাকাউন্ট বা লেনদেনটি ‘সিকিওর’ কি না, তাও দেখিয়ে দিচ্ছে গুগল পে। গুগল পে তাদের আপডেটে একটি ব্লগ পোস্ট করে এমনটাই জানিয়েছে।

Previous articleদুর্ঘটনায় জখম বিজেপির দুঁদে নেতা দুধকুমার মণ্ডল
Next articleএবার অ্যান্ড্রয়েডেও ফিঙ্গার প্রিন্ট আনলক হোয়াটস অ্যাপের