Saturday, November 8, 2025

ইতিহাস গড়ার স্বপ্নভঙ্গ সেরেনার, ইউএস ওপেনে চুম্বন আন্দ্রেয়েস্কোর

Date:

ইতিহাসের সর্বসেরা হওয়ার পথে সেরেনা উইলিয়ামসের সামনে বাধা হয়ে দাঁড়ালেন টিনেজার বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো।
প্রথমবারের মতো কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই বাজিমাত করলেন বিয়াঙ্কা। সেরেনা উইলিয়ামসের স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে মহিলা সিঙ্গেলসে শিরোপা জিতেছেন কানাডিয়ান।

নিউইয়র্কে ফাইনালে 6-3, 7-5 স্ট্রেট সেটে জিতে যান আন্দ্রেয়েস্কো। 2006 সালে এই প্রতিযোগিতায় মারিয়া শারাপোভার পর প্রথম টিনেজার হিসেবে শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন 19 বছর বয়সী এই তারকা।

টেনিস ইতিহাসে সর্বোচ্চ 24টি গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার হাতছানিতে খেলতে নামা সেরেনার শুরুটা মোটেও ভালো হয়নি। সাদামাটা পারফরম্যান্সে প্রথম সেটে পিছিয়ে পড়েন৩৭ বছর বয়সী মার্কিনি কিংবদন্তি।

2017 সালে সন্তান জন্ম দেওয়ার পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সেরেনা। কিন্তু 5-1 গেমে পিছিয়ে থাকার পর বিস্ময়কর ভাবে টানা চার গেম জিতে 5-5 সমতা ফেরান। কিন্তু শেষ রক্ষা হয়নি। টানা দুই সেট জিতে উচ্ছ্বাসে মাতেন আন্দ্রেয়েস্কো।

প্রথম কানাডিয়ান হিসেবে টেনিসের গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়ার পর আন্দ্রেয়েস্কো বলেন, “একটা স্বপ্ন সত্যি হলো। এই মুহূর্তটির জন্য আমি অনেক পরিশ্রম করেছি। এই মঞ্চে সত্যিকারের এক কিংবদন্তি সেরেনার বিপক্ষে খেলাটা অসাধারণ।”

2017 সালের অস্ট্রেলিয়ান ওপেনে সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনা। এই নিয়ে টানা চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হারলেন। ইউএস ওপেনের গত আসরে ওই সময়ের 20 বছর বয়সী জাপানের নাওমি ওসাকার বিপক্ষে হেরেছিলেন তিনি।

আরও পড়ুন-নিত্যনতুন অ্যাপ ব্যবহারে আপনার গোপন নথি সুরক্ষিত নয়, ভুয়ো অ্যাপ চিনুন

 

Related articles

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...
Exit mobile version