বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত নাইজেরিয়ান মহিলা

বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা। এই অভিযোগে এক নাইজেরিয়ান মহিলাকে গ্রেফতারনকরল বাগুইআটি থানার পুলিশ। অভিযোগটি দায়ের করেছিলেন এক বেকার যুবক।

অভিযোগে তিনি জানিয়েছিলেন, সমস্ত জব পোর্টালগুলিতে তিনি বায়োডাটা আপলোড করতেন। এরই মধ্যে 2017 সালের ডিসেম্বর মাসে একটি ই-মেল পান তিনি। ই-মেলে তাঁকে কানাডার একটি সংস্থায় উচ্চ বেতনে কাজ করার কথা জানানো হয়। তবে বিভিন্ন সার্ভিস চার্জ দেখিয়ে তাঁর থেকে সাড়ে 7 লক্ষ টাকা নেওয়া হয়।

আরও পড়ুন – কাশ্মীরে হুমকি ও উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার 8 লস্কর জঙ্গি

এমনকি তাঁকে কানাডারই একটি নামকরা সংস্থার একটি ভু্য়ো ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ ও পাঠিয়ে দেওয়া হয়। যুবকটির এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আজ মঙ্গলবার বেঙ্গালুরু থেকে এক নাইজেরিয়ান মহিলাকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। ওই মহিলাকে বিধাননগর বিশেষ আদালতে তোলা হবে।

আরও পড়ুন – পাকিস্তানও রকেট ওড়াতে পারে! অভিনেতা আরশাদ ওয়ারসির ট্যুইট ঘিরে বিতর্ক