মুর্শিদাবাদে পার্টি অফিসেই খুন তৃণমূল নেতা,এলাকায় ব্যাপক চাঞ্চল্য

সোমবার ভর সন্ধ্যায় মুর্শিদাবাদের নওদার একটি তৃণমূল পার্টি অফিসেই খুন হলেন তৃণমূল নেতা। মৃতের নাম নিমাই মণ্ডল। তিনি মুর্শিদাবাদের নওয়ার বালি-1 নম্বরের অঞ্চল সভাপতি ছিলেন।

জানা গিয়েছে, এদিন পার্টি অফিসে ঢুকে পরপর গুলি চালাচ্ছিল দুষ্কৃতিরা। সে সময় পার্টি অফিসে বসেই ছিলেন নিমাইবাবু। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পার্টি অফিসে হামলা চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতিরা। পুলিশ তদন্তে নেমেছে। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।