রাজ্যে এখনই চালু হচ্ছে না নয়া মোটর ভেহিক্যালস আইন! স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

গোটা দেশজুড়ে চালু হয়ে গিয়েছে নয়া মোটর ভেইকেলস আইন। নতুন এই আইন জরিমানার দিক থেকে এতটাই কঠোর যে, যেখানে গাড়ি চালাতে গিয়ে আপনার একটি সামান্য ভুলের জন্য বড় মাশুল গুনতে হবে।

তবে বঙ্গবাসীর জন্য স্বস্তির খবর। রাজ্যে এখনই চালু হচ্ছে না নয়া মোটর ভেইকেলস আইন। একথা অবশ্য আগেই জানানো হয়েছিল। তবে এদিন তাতে সিলমোহর দিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার নবান্নে স্পষ্টভাষায় একথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, রাজ্য সরকারি আধিকারিকদের মতে এই মুহূর্তে এই আইন লাগু করলে জনসাধারণের উপর বাড়তি বোঝা হয়ে যাবে।