Monday, November 10, 2025

মমতার পদযাত্রা, শেষ মুহূর্তে অতিতৎপরতায় বিতর্ক টানল প্রশাসনের একাংশ

Date:

NRC-র বিরুদ্ধে এ রাজ্যে তৃণমূলের আন্দোলনে রাস্তায় নামছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল,

বৃহস্পতিবার বিকেলে সিঁথির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত হাঁটবেন মমতা।

পদযাত্রার নেতৃত্ব দেবেন যখন স্বয়ং মুখ্যমন্ত্রী, তখন তাঁর নিরাপত্তার দিকটিও মাথায় রাখতে হচ্ছে প্রশাসনকে। কিন্তু এ ব্যাপারে প্রশাসনিক কিছু পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই তুমুল সমালোচনা শুরু হয়েছে। সমালোচনার তির স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর দিকে। কিন্তু সরকারকে এভাবে অস্বস্তিকর পরিস্থিতির সামনে ফেলার দায় সম্পূর্ণভাবেই পুলিশ এবং পূর্ত দফতরের শীর্ষকর্তাদের। তৃণমূলের অন্দরের প্রতিক্রিয়া, বিতর্কিত
প্রশাসনিক পদক্ষেপের কারনেই সাধারন মানুষের কাছে সরকার সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে।
মুখ্যমন্ত্রীর এই পদযাত্রার জন্য পূর্ত দফতর ফৌজি তৎপরতায় যে টেণ্ডার নোটিশ জারি করেছে তাতে দেখা যাচ্ছে, উত্তর কলকাতার সিঁথির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত প্রায় সাড়ে 4 কিলোমিটার রাস্তায় তৈরি হচ্ছে বেনজির নিরাপত্তা বেষ্টনী। কলকাতায় মুখ্যমন্ত্রীর কোনও কর্মসূচি নিয়ে অতীতে কখনই এমন প্রশাসনিক সক্রিয়তা নজরে আসেনি। আর সরকারি এই অহেতুক অতি-সক্রিয়তার কারনে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার মাশুল দিতে হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রীকে। তৃণমূল অন্দরের বক্তব্য, কলকাতায় অজস্র পদযাত্রা করেছেন সুপ্রিমো। কখনই প্রশাসনের এতখানি সক্রিয়তা দেখা যায়নি। বৃহস্পতিবারের পদযাত্রা নিয়ে এমন সিদ্ধান্তের পিছনে অনেকে অন্তর্ঘাতের অভিযোগ আনতেও ছাড়ছে না।

জানা গিয়েছে, পুলিশের রিপোর্টের ভিত্তিতে এই 4.6 কিলোমিটার রাস্তার দুপাশে শক্ত ব্যারিকেড দেওয়ার জন্য টেন্ডার ডেকেছে পূর্ত দফতর। বুধবার দুপুরে টেন্ডার ডেকে পূর্ত দফতর বলেছে, বিকেলের মধ্যে আবেদন জমা দিতে হবে। যে সংস্থা বরাত পাবে, তাদের কাজ শেষ করতে হবে বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে। অর্থাৎ ফৌজি তৎপরতাকেও হার মানাতে হবে। বুধবার রাতভর চলবে ব্যারিকেড দেওয়ার কাজ।আর এই টেন্ডার ডাকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারো প্রশ্ন, কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটতে পারে, এমন আগাম খবর কি পুলিশের কাছে এসেছে? তা নাহলে এমন তৎপরতা কেন ? পদযাত্রা চলাকালীন রাস্তার ধার থেকে কেউ মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে আসার চেষ্টা করলে সিএম-সিকিউরিটি-ই সে সব সামলাতে পারে। এতদিন তো তেমনই দেখা গিয়েছে। তাহলে এভাবে ব্যারিকেড কেন? ব্যারিকেড নিয়ে নবান্ন বা পুলিশ এখনও মুখ খোলেনি। অনেকের মতে রাস্তায় সংঘাতের আশঙ্কাতেই এই বাড়তি সতর্কতা।
অনেকে আবার এ-ও বলছেন, মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ সমালোচিত হচ্ছে রাজ্য সরকার।

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version