Sunday, November 2, 2025

EXCLUSIVE

তাঁর রাজনৈতিক ক্যারিশ্মা তো আছেই। সঙ্গীত জগতের দিকপালদের সঙ্গেও তাঁর নিবিড় যোগাযোগ। পাশাপাশি তিনি বরাবরই ক্রীড়ামোদী একজন। ক্রিকেট, ফুটবল কিংবা অন্যান্য যে খেলাই হোক, ইডেন থেকে যুবভারতী-নেতাজি ইন্ডোর – যেখানেই হোক, মাঝেমধ্যেই হাজিরা দিয়ে ফেলেন তিনি। মন্ত্রী সুজিত বসুর আরও একটি বড় পরিচয় রয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর সঙ্গে যে তাঁর নাড়ির টান।

অতীতে বহুবার দেখা গিয়েছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে হাজির থেকেছেন ক্রীড়া জগতের কিংবদন্তিরা। বাইশ গজ থেকে কখনও দিলীপ বেঙ্গসরকার, গুন্ডাপ্পা বিশ্বনাথ আলোকিত করেছেন শ্রীভূমিকে, আবার কখনও বা ক্লাবের অনুষ্ঠানে ফুটবল বিশ্বকাপের রাজপুত্র মারাদোনাও ঘুরে গিয়েছেন সুজিত বসুর হাত ধরেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেগোনা যে ক’টা পুজো উদ্বোধন থাকে প্রতি বছর, তারমধ্যে প্রথম সারিতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতি বছরই প্যান্ডেলে-প্রতিমায়-আলোয়-আভিজাত্যে শ্রীভূমি মানেই লাখো লোকের উপচে পড়া ভিড়। বিকেল গড়িয়ে সন্ধেশেষে রাত যত বাড়ে, আরও আরও যেন মায়াবী হয়ে ওঠে শ্রীভূমির আকাশ-বাতাস।

আগামী ২ অক্টোবর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন। ব্যাডমিন্টনে বিশ্ববিজয় এই মুহূর্তে যাঁকে ভারতীয়রা সেনসেশনের শিখরে বসিয়ে রেখেছে, সেই পিভি সিন্ধুর এবার হাজির থাকার কথা শ্রীভূমির পুজো উদ্বোধনে। শুধু সিন্ধু-ই নন, সেদিন মঞ্চ আলো করতে চলেছেন তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদও। জানা গিয়েছে, সিন্ধু ও গোপীচাঁদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী সুজিত বসু। উদ্বোধক হিসেবে শ্রীভূমিতে হাজির থাকার বিষয়ে আগ্রহ প্রকাশও করেছেন দু’জনেই।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version