ভেস্তে যাবে পুজোর বাজার?

পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটি দিন। তার উপর মাসের প্রথম দিক। উৎসব প্রিয় বাঙালীকে এই সময় ঘরে রাখা দায়। কিন্তু পুজোর বাজার কি করা যাবে জমিয়ে? অনন্ত আগামী দুদিন সেই সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার, সকাল থেকেই আকাশ মেঘলা ছিল কলকাতা সহ আশপাশের অঞ্চলে। বেলা বাড়তেই শুরু হয় অঝোরে বৃষ্টি৷ টানা বেশ কিছুক্ষণ ভারী থেকে মাঝারি বৃষ্টি হয়। বেগ কমলেও, বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছেই। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা৷ যার জেরে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি হবে কলকাতার সহ দক্ষিণবঙ্গে। তবে, বেশী ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷
তবে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী দুদিন ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।

Previous articleশ্রীভূমির পুজো উদ্বোধনে এবার সিন্ধু, গোপীচাঁদ!
Next articleআত্মঘাতী পুলিশ কর্মী, কারণ নিয়ে ধন্ধ