নারদে হাজিরা: সিবিআই দফতরে ‘ডাল-ভাত’ শোভন-বৈশাখী

নারদকান্ডে কলকাতার মেয়রের চেয়ারে বসে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে। সেই নারদ তদন্তেই বুধবার সিবিআই দফতরে হাজিরা দিলেন বর্তমানে বিজেপিতে থাকা শোভন। সঙ্গে যথারীতি বিশেষ বান্ধবী বৈশাখী। বিজেপি রাজ্য সভাপতির ভাষায় এই ডাল-ভাত জুটি এদিন সবুজ পোষাকে ঢুকেছেন সিবিআই দফতরে। সিবিআই সূত্রের খবর, কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে অভিযুক্ত শোভনের। যদিও সেখানে বৈশাখীর কী ভূমিকা, তিনি কেন এসেছেন কেউ জানে না। প্রসঙ্গত, নমুনা-সংগ্রহ পর্বে প্রথম তলবে হাজিরা এড়িয়ে যান শোভন। অবশেষে বান্ধবীকে নিয়ে এদিন এলেন তিনি।

ছবি- প্রকাশ পাইন