Monday, November 17, 2025

যেন কোনও যাদুকাঠির ছোঁয়ায় এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা তৈরির কাজ হয়ে যাবে। ঠিক এভাবেই সহজ কাজ বলে এসআইআর-এর (SIR) প্রাথমিক প্রক্রিয়াকে বর্ণনা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। আর তার ফল – ইতিমধ্যেই বাংলায় মৃত্যু হয়েছে একজন বিএলও-র। কেরলে আত্মঘাতী হয়েছেন এক বিএলও (BLO)। কাজের চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বহু বিএলও। এবার নির্দিষ্ট কাজের বাইরে অপারেটর হিসাবেও কাজের জন্য চাপ দেওয়া হচ্ছে বিএলও-দের। প্রতিবাদে রাজ্যের সিইও (CEO, West Bengal) দফতরে সোমবার আন্দোলনে রাজ্যের বিএলওদের সংগঠন।

নির্বাচন কমিশন বাড়ি বাড়ি ফর্ম (enumeration form) বিলি করার জন্য যে সময়সীমা দিয়েছিল তা যে অবাস্তব, তা প্রমাণিত হয়েছে সেই সময়সীমা কমিশনেরই বাড়ানোর পদক্ষেপে। এরপর ফর্ম সংগ্রহ করার সময় সীমাও বাড়াতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু তাতেও কুলিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। কারণ বহু ক্ষেত্রে অনুপস্থিত ভোটার (absentee voter)। কোথাও ফর্ম ফিলাপে দীর্ঘ সময় নিচ্ছেন ভোটাররা। আবার কোথাও তথ্যগত গরমিলে সমস্যায় ভোটার ও বিএলও উভয়পক্ষ। ফলে এখনও ফর্ম জমার প্রক্রিয়া শেষ হতেই অনেক সময় লাগবে।

এরই মধ্যে নির্বাচন কমিশনের তরফে বিএলও-দের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বিএলও অ্যাপ (BLO App)। সংগ্রহ করা ফর্মের সব তথ্য ওই অ্যাপে তুলতে হবে। ফর্ম বিলি ও জমা নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যেও কাজ করেছেন বিএলও-রা। কিন্তু এবার ডিজিটালাইজেশনের কাজ করতে গিয়ে চরম সমস্যায় তাঁরা। তার থেকেও বড় কথা, বিএলওদের দাবি বিএলও (BLO) হিসাবে নিয়োগ করার সময় নির্বাচন কমিশনের (Election Commission) তরফে জানানোই হয়নি এই ডিজিটালাইজেশনের কাজও তাঁদের করতে হবে।

সোমবার সিইও দফতরের (CEO Office) বাইরে বিক্ষোভ জানাতে এসে বিএলও-রা দাবি করেন, মূলত ডেটা এন্ট্রির কাজ করতে বাধ্য করা হচ্ছে বিএলওদের। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত ডেটা এন্ট্রি অপারেটর (data entry operator) নিয়োগ করা, কারণ বিএলওরা এই ব্যাপারে প্রশিক্ষিত (trained) নন। প্রয়োজনে তাঁরা অপারেটরদের সাহায্য করতে পারেন। দ্বিতীয়ত, যে সময়সীমার মধ্যে ফর্ম পূরণের কাজ করতে বলা হয়েছে তাতে নির্ভুল কাজ হওয়া সম্ভব নয়। আবার ডেটা এন্ট্রির ক্ষেত্রেও অপারেটর ছাড়া নির্ভুল কাজ হওয়া সমস্যাজনক।

আরও পড়ুন : অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

আর সেখানেই উঠে আসছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুমকি। পাশের রাজ্য বিহারে যখন এসআইআর (Bihar SIR) হয়েছিল তখন কাজে ভুল করার জন্য অপরাধী হিসাবে চিহ্নিত বিএলও-রা এখনও শাস্তি ভোগ করছেন। এই প্রসঙ্গ তুলে এসআইআর প্রক্রিয়ার শুরুতেই হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার বিএলও-দের দাবি কমিশনের তাড়াহুড়ো এবং চাপিয়ে দেওয়া কাজের কারণে কোনও ভুল হলে তার দায় সম্পূর্ণভাবে পড়বে বিএলওদের উপর। কমিশন কোনও দায়িত্ব নেবে না। সেক্ষেত্রে কী বাংলার বিএলওদেরও অবস্থা বিহারের বিএলও-দের মতো হবে?

Related articles

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...
Exit mobile version