কলকাতায় হবে কেন্দ্রীয় ব্যাকটেরিয়া ব্যাঙ্ক

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আজকাল সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে বড় সমস্যা। কোন ওষুধে কোন ব্যাকটেরিয়াকে ঘায়েল করা যাচ্ছে না, তা নিয়ে বিশদ গবেষণার জন্য এ বার ওষুধ-প্রতিরোধী “ব্যাকটেরিয়া- ব্যাঙ্ক” গড়ে তোলা হচ্ছে বেলেঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস বা নাইসেড-এ।কেন্দ্রীয় গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR নিয়ন্ত্রিত এই সংস্থায় সর্বভারতীয় স্তরের এই ব্যাকটেরিয়া- ব্যাঙ্ক আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে আগামী সোমবার, 16 সেপ্টেম্বর থেকে।

Previous articleরোগী দুর্ভোগ কমাতে এবার হাসপাতালে নতুন কমিটি
Next articleপদ্ম সম্মানের জন্য কেন্দ্রকে এই 9 মহিলা ক্রীড়াবিদের নাম পাঠাল ক্রীড়া দফতর