স্বাস্থ্য-শুল্ক সংক্রান্ত বিজ্ঞপ্তিটি চূড়ান্ত নয়, জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

ত্রিপুরা সরকারের স্বাস্থ্য-শুল্ক সংক্রান্ত বিজ্ঞপ্তিটি চূড়ান্ত নয় বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। গত 6 সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফে ওই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল। তাতে বলা হয়, সরকারি স্বাস্থ্য পরিষেবার প্রতিটি ক্ষেত্রে ‘ফেলো কড়ি, মাখ তেল’ নীতি নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। অন্ত্যোদয় শ্রেণি ছাড়া আর সব ক্ষেত্রে সরকারি পরিষেবার জন্য মূল্য নির্ধারণ করা হয় । দারিদ্র সীমার উপরে থাকা মানুষদের ক্ষেত্রে তো বটেই, রেহাই মেলেনি ‘প্রায়োরিটি হাউসহোল্ড’ শ্রেণিভুক্তেরও। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর বিধানসভা আসন বনমালীপুরে এক দিনমজুরের অর্থের অভাবে অস্ত্রোপচার স্থগিত হয়ে যায়। পরে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুকে হাতিয়ার করেন বিরোধীরা। শাসক দলেও দেখা দেয় অসন্তোষ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বিপ্লববাবুকে চিঠি দেন। তারপরেই বর্তমান মুখ্যমন্ত্রীর এই বিবৃতি ।

Previous articleগবাদি পশু ছাড়া কি গ্রামীণ অর্থনীতির কথা ভাবা যায়: নমো
Next articleচাঁদের মাটিতে নামতে ভারতকে সাহায্য করবে জাপান