গবাদি পশু ছাড়া কি গ্রামীণ অর্থনীতির কথা ভাবা যায়: নমো

গ্রামীণ অর্থনীতি নিয়ে অন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘গরু বা ওম শব্দ শুনলেই কিছু মানুষের চুল খাড়া হয়ে যায়। তাঁরা মনে করেন, দেশ বোধহয় ষোড়শ শতকে ফিরে গেল। গবাদি পশু ছাড়া কি গ্রামীণ অর্থনীতির কথা ভাবা যায়!’’
বুধবার মথুরায় জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ প্রকল্প (এনএডিসিপি)-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি কৃষকদের জন্য আরও কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারতীয় অর্থনীতির দিক থেকে পরিবেশ ও প্রাণিকুল সব সময়েই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র প্রকৃতি ও অর্থনৈতিক উন্নতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারলেই আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি।’’

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleস্বাস্থ্য-শুল্ক সংক্রান্ত বিজ্ঞপ্তিটি চূড়ান্ত নয়, জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব