Wednesday, November 5, 2025

মুখ্যমন্ত্রী আজ DA, পে-কমিশনের কথা বলবেন, আশায় সরকারি কর্মীরা

Date:

আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মীরা। আজ কি মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন তাঁদের DA, পে-কমিশন ?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারি কর্মীদের সভায় বক্তব্য রাখবেন। তাঁর এই সভা ঘিরে রাজ্য সরকারি কর্মচারীরা আশাবাদী। সরকারি কর্মীরা আশা করছেন, আজকের সভায় মুখ্যমন্ত্রী ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা DA দেওয়ার সিদ্ধান্তও আজ জানাতে পারেন।

কর্মীরা পে-কমিশন বা DA-র আশা করলেও বাসাতব এটাই, সরকারি ভাবে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার এখনও কোনও রিপোর্ট’ই পেশ করেননি। তবুও প্রত্যাশা, মুখ্যমন্ত্রী নতুন বছরে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে বেতন কমিশন চালু করার কথা ঘোষণা করলেও করতে পারেন। আজ এই ঘোষণা করার পরেও তিন মাস সময় পাবেন অভিরূপ সরকার। তার মধ্যেই কমিশনের রিপোর্ট পেশ করতেই পারেন।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর এই সভার আয়োজক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশন। সংগঠনটি এই সভাকে ‘সাংগঠনিক সভা’ বলছেন। আজকের সভার একমাত্র বক্তা মুখ্যমন্ত্রী। রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারির এই সভায় স্বাগত ভাষণ দেওয়ার কথা।
12 হাজারের মতো লোক স্টেডিয়ামে বসতে পারেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারনে মঞ্চের পিছনে 4 হাজার আসন ফাঁকা রাখছে পুলিশ। ওদিকে পাশের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে। সেখানেও হাজার খানেক মানুষ মুখ্যমন্ত্রীর কথা শুনতে পারবেন। স্টেডিয়ামের বাইরে কয়েকটি জায়েন্ট স্ক্রিন থাকছে। ফেডারেশনের নানা গোষ্ঠীর প্রবীণ নেতাদের এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version