রাজীব কুমার মামলার রায় সম্ভবত আজ হতে পারে

কলকাতার প্রাক্তণ নগরপাল রাজীব কুমারের মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে আজ, শুক্রবার। হাইকোর্টে দুপুর আড়াইটে নাগাদ এই রায় ঘোষণা হতে পারে।
ওদিকে, তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া নারদ-স্টিং সংক্রান্ত সব অভিযোগ খারিজের জন্য তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ এবং তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের রুজু করা দু’টি মামলা আজ, শুক্রবার শুনানির জন্য হাইকোর্টে উঠতে পারে।