পুজোর লোগো। উদ্যোক্তা বিজেপির মহিলা মোর্চা। তা নিয়ে জোর চাঞ্চল্য। বিতর্কও বটে। মা দুর্গার তৃতীয় নয়নটি বিজেপির প্রতীক পদ্মে রূপান্তরিত হয়েছে। তা নিয়ে প্রতিবাদের ঝড়। বিজেপির বক্তব্য, অকালবোধনে পদ্ম অবশ্যম্ভাবী। এতে বিতর্কের কিছু নেই। বিজেপি লোগোর প্রচার বাড়াচ্ছে। এদিকে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ, নিচে মোদির ছবি। বিজেপি কি লোগোতে মা এবং অসুর, দুজনকেই রাখল? এনিয়ে জমজমাট চাপানউতোর চলছে।

আরও পড়ুন-বামেদের নবান্ন-অভিযান ঘিরে হাওড়া রণক্ষেত্র, পুলিশের লাঠিচার্জের পাল্টা ইটবৃষ্টি
