কথা নয় কাজ চাই, না হলে চাই ভাতা: দাবি মীনাক্ষিদের

আলিমুদ্দিন থেকে তাঁরা আলাদা। তাঁদের দাবি, কম খরচে শিক্ষা, কর্ম সংস্থান, কারখানা, বেকার ভাতা। নবান্ন অভিযানের পথে এখন বিশ্ববাংলা সংবাদকে জানালেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। সিঙ্গুর এখন আর হুগলির একটা অঞ্চল নয়, এটা এখন দেশব্যাপী একটা নাম। দাবি বাম যুব সংগঠনের নেত্রীর। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও তোপ দাগেন মীনাক্ষি। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের কর্মসংস্থানের দাবি ভুয়ো। অন্তত 10লাখ বেকার যুবক-যুবতী চাকরি না পেয়ে, তাঁদের সঙ্গে যোগায়োগ করেছেন। তাঁদের দিয়ে ফর্ম ফিলাপ করিয়ে বৃহস্পতিবার নবান্নে জমা দেওয়ার কর্মসূচি রয়েছে 12টি বাম ছাত্র-যুব সংগঠনের সদস্য।

আরও পড়ুন-জলের তোড়ে ভাঙল সংসার

 

Previous articleজলের তোড়ে ভাঙল সংসার
Next articleমিরাকেল ঘটালেন ফর্মুলা ওয়ানের সম্রাট শ্যুমাখার, ফিরলেন কোমা থেকে