বিজেপিকে ধাক্কা দিয়ে অর্জুন-আত্মীয়কে ঘরে ফেরালো তৃণমূল

এবার বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের এক পারিবারিক সদস্যকেই ‘ঘরে’ ফেরালো তৃণমূল। অর্জুন সিংয়ের আত্মীয় তথা নোয়াপাড়া বিধায়ক ও গাড়ুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিংয়ের দাদা চন্দ্রভান সিং ফিরলেন তৃণমূলে-ই। চন্দ্রভান গাড়ুলিয়া পুরসভার একজন কাউন্সিলর।

কিছুদিন আগে ছেড়ে যাওয়া তৃণমূলে ফিরে চন্দ্রভান সিং বলেছেন, মানুষ আমাদের জিতিয়ে ছিলেন উন্নয়নের কাজ করার জন্য। কিন্তু, বিজেপিতে গিয়ে উন্নয়নের কাজ করা সম্ভবপর হচ্ছিল না। ওদিকে, বিজেপির অভিযোগ, পুলিশ দিয়ে চন্দ্রভান সিংয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিলো। তাঁকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে।

আরও পড়ুন-তদন্ত গুটিয়ে আনতেই রাজীব কুমারকে হেফাজতে নিতে চায় CBI