Monday, May 19, 2025

অপারেশন টেবিলে চিকিৎসকদের গান শোনাল একরত্তি ছেলে

Date:

Share post:

অপারেশন থিয়েটার। নামটা শুনলে বেশিরভাগের মনেই আতঙ্ক দেখা দেয়। সেখানে মাত্র ছ’বছরের খুদে চিকিৎকদের গান গেয়ে শোনাল। সে কিন্তু একটা গান গেয়ে থামেনি। পরপর দুটো গান গেয়ে চিকিৎসকদের মুগ্ধ করে সিউড়ির অনন্য চক্রবর্তী।

সিউড়ি শহরের পাইক পাড়ার বাসিন্দা অনন্য মাস কয়েক ধরে ফাইমোসিস রোগে ভুগছিল। চিকিৎসককে দেখানোও হয়। কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রোপচার ছাড়া নিরাময় সম্ভব নয় বলেই জানান চিকিৎসকরা দীপককুমার মুখোপাধ্যায়। সেই মতো চারদিন আগে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অনন্যকে। নির্দিষ্ট সময়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তাকে।

শরীরের যে অংশে অস্ত্রোপচার করা হবে সেই জায়গাটা অবশ করে দেন চিকিৎসকরা। এরপর শুরু হয় অস্ত্রোপচার। চিকিৎসকরা সেই সময় অনন্যকে গান শোনাতে বলেন। সঙ্গে সঙ্গে গান শোনাতে শুরু করে দেয় ছ’বছরের খুদে। প্রথমেই গুনগুনিয়ে ওঠে ‘টিপটিপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে। চুপচাপ ঘরে বসে থাকতে মনটা কেমন যেন করছে’। কয়েক মিনিট পর গানটি শেষ হয়ে গেলে চিকিৎসকরা জানতে চান আর কোনও গান জানে কি না? অনন্য সঙ্গে সঙ্গে তার স্কুল সরোজিনীদেবী শিশু মন্দিরে প্রতিদিন যে মাতৃবন্দনা করানো হয়, সেই গান শুরু করে দেয়। অপারেশনের পরে পেরিয়ে গিয়েছে চারটি দিন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে অনন্য। গানই এখন তার সুস্থ হয়ে ওঠার মূল পথ্য।

আরও পড়ুন-পুজোর গানের অ্যালবাম “ভালোবেসে” শুনুন, ফাটিয়ে দিয়েছে

spot_img

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...