Monday, May 19, 2025

রাজীব কুমার ইস্যুতে দিল্লির CBI এতো ঢিলেঢালা কেন, ধন্দে CGO কমপ্লেক্স

Date:

রাজীব কুমার ইস্যুতে দিল্লির CBI-এর ভূমিকায় ক্ষোভ জমছে CBI-এর কলকাতার আধিকারিকদের মনে। CGO কমপ্লেক্সের CBI সূত্রের খবর, রাজীব কুমারকে নিয়ে যত দ্রুততায় CBI- শীর্ষকর্তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিলো, দিল্লি আচরনে তেমন কিছু দেখা যাচ্ছে না। প্রশ্ন উঠেছে,রাজীব কুমার কি দিল্লি- বিজেপি ম্যানেজ করে ফেলেছেন?

শনিবার রাজীব কুমার CBI-এর ডাক সরাসরি উপেক্ষা করেছেন। তা সত্ত্বেও জরুরি কোনও নির্দেশ দিল্লি-CBI এখনও পাঠায়নি কলকাতার CBI-কে।
CGO-কমপ্লেক্স চিন্তিত, অহেতুক কালক্ষেপ করে
পরবর্তী পদক্ষেপ করার সময় দেওয়া হচ্ছে রাজীব কুমারকে। এর পর রাজীব শীর্ষ আদালতে পৌঁছে গেলে ফের সওয়ালে সময় নষ্ট হবে। সারদা-তদন্তের চূড়ান্ত রিপোর্ট পেশও ফের অনিশ্চিত হয়ে পড়বে। পাশাপাশি, কলকাতা-CBI-এর একাধিক আধিকারিক এখনও ভুলতে পারেননি, রাজীব কুমারের বাড়িতে নোটিশ দিতে গিয়ে শারীরিক নিগ্রহের কথা।
এদিকে, রাজীব কুমারকে দ্রুত গ্রেফতার করে সারদা-মামলার তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অধীরবাবু বলেছেন, রাজীব কুমার যদি অপরাধ করে না-ই থাকেন তাহলে তিনি অপরাধীদের মতো পালিয়ে বেড়াচ্ছেন কেন? দিলীপবাবুর মন্তব্য, “রাজীব কুমার যদি নিজেকে চিদম্বরমের থেকেও প্রভাবশালী ভেবে থাকেন, ভুল করছেন। ওনার এখনই CBI -এর জেরার সামনে বসা উচিত। নাহলে ওনার করুন পরিনতি অপেক্ষা করছে
এদিকে শনিবার CBI-এর পদক্ষেপ কিছুটা ঢিলেঢালা থাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রশ্ন ঘুরছে, “তাহলে কি রাজীব কুমার দিল্লির বিজেপি ম্যানেজ করে ফেলেছেন? তা না হলে এত কিছুর পরেও এবং হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এতখানি ‘সাহস’ কোথা থেকে পাচ্ছেন রাজীব কুমার ? আর এই প্রশ্নেই অস্বস্তি বাড়ছে CGO কমপ্লেক্সের।

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version