Monday, May 19, 2025

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

Date:

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে পারেনি আর জি করের নির্যাতিতা (R G Kar victim) চিকিৎসককে। তারপরেও তাঁর পরিবার সেই রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন। এবার আবার তাঁরা হাজির চাকরিহারা শিক্ষকদের (SSC teachers) আন্দোলনে। বাস্তবে যেভাবে রাম-বাম রাজনীতিকরা সরকার বিরোধী প্রচারে তাঁদের ডাকছেন, সেভাবেই রাজনীতির বোঁড়ে হিসাবে পরিচালিত হচ্ছেন তাঁরা। আরও একবার সেটাই প্রমাণিত শিক্ষকদের আন্দোলন মঞ্চে।

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষকরা বিকাশ ভবন ঘেরাও করে লাগাতার আন্দোলন চালিয়ে চলেছেন। এবার হঠাৎই দেখা গেল আর জি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মাকে সেখানেই। রাজ্যের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়েও সরব হতে দেখা যায় তাঁদের।

যে শিক্ষকদের চাকরি হারানোর পর খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের বেতনের ব্যবস্থা থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কাজের নিশ্চয়তা দিতে তৎপর হয়েছেন, সেই রাজ্যের বিরুদ্ধেই আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। আর সেই মঞ্চে কীভাবে রাম-বাম নেতারা বারবার গিয়ে উস্কানি দিচ্ছেন সেই ছবিও গত কয়েকদিন ধরে স্পষ্ট হয়ে গিয়েছে।

রাজনৈতিকভাবে প্রভাবিত আন্দোলনরত শিক্ষকদের পাশে এবার আর জি করের নির্যাতিতার (R G Kar victim) বাবা-মা। যেখানে রাজ্য সরকার নির্যাতিতার পরিবারের সঙ্গে একযোগে অপরাধীর শাস্তি দাবি করেছে, সেখানে সুপ্রিম কোর্টে (Supreme Court) নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেননি নির্যাতিতার পরিবার। আদালতে বক্তব্য পেশ করতে না পেরে প্রকাশ্যে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসায় মেতেছেন নির্যাতিতার পরিবার। রাজ্য যেখানে সব রকম ভাবে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে সহানুভূতিশীল, সেখানে তাঁরাই রাম-বাম প্রভাবিত সব আন্দোলন মঞ্চে বারবার প্রকাশ্যে আসছেন। সেখানেই কার্যত প্রমাণিত বিরোধীদের রাজনীতির ঘুঁটি হিসাবে ব্যবহৃত হচ্ছেন আর জি করের নির্যাতিতার পরিবার।

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...
Exit mobile version