Thursday, November 6, 2025

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

Date:

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে পারেনি আর জি করের নির্যাতিতা (R G Kar victim) চিকিৎসককে। তারপরেও তাঁর পরিবার সেই রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন। এবার আবার তাঁরা হাজির চাকরিহারা শিক্ষকদের (SSC teachers) আন্দোলনে। বাস্তবে যেভাবে রাম-বাম রাজনীতিকরা সরকার বিরোধী প্রচারে তাঁদের ডাকছেন, সেভাবেই রাজনীতির বোঁড়ে হিসাবে পরিচালিত হচ্ছেন তাঁরা। আরও একবার সেটাই প্রমাণিত শিক্ষকদের আন্দোলন মঞ্চে।

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষকরা বিকাশ ভবন ঘেরাও করে লাগাতার আন্দোলন চালিয়ে চলেছেন। এবার হঠাৎই দেখা গেল আর জি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মাকে সেখানেই। রাজ্যের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়েও সরব হতে দেখা যায় তাঁদের।

যে শিক্ষকদের চাকরি হারানোর পর খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের বেতনের ব্যবস্থা থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কাজের নিশ্চয়তা দিতে তৎপর হয়েছেন, সেই রাজ্যের বিরুদ্ধেই আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। আর সেই মঞ্চে কীভাবে রাম-বাম নেতারা বারবার গিয়ে উস্কানি দিচ্ছেন সেই ছবিও গত কয়েকদিন ধরে স্পষ্ট হয়ে গিয়েছে।

রাজনৈতিকভাবে প্রভাবিত আন্দোলনরত শিক্ষকদের পাশে এবার আর জি করের নির্যাতিতার (R G Kar victim) বাবা-মা। যেখানে রাজ্য সরকার নির্যাতিতার পরিবারের সঙ্গে একযোগে অপরাধীর শাস্তি দাবি করেছে, সেখানে সুপ্রিম কোর্টে (Supreme Court) নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেননি নির্যাতিতার পরিবার। আদালতে বক্তব্য পেশ করতে না পেরে প্রকাশ্যে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসায় মেতেছেন নির্যাতিতার পরিবার। রাজ্য যেখানে সব রকম ভাবে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে সহানুভূতিশীল, সেখানে তাঁরাই রাম-বাম প্রভাবিত সব আন্দোলন মঞ্চে বারবার প্রকাশ্যে আসছেন। সেখানেই কার্যত প্রমাণিত বিরোধীদের রাজনীতির ঘুঁটি হিসাবে ব্যবহৃত হচ্ছেন আর জি করের নির্যাতিতার পরিবার।

Related articles

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋত্বিক-উত্তম স্মরণ সৌরভের

ক্রিকেটের ২২ গজ হোক বা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের মঞ্চ সর্বত্রই সাবলীল সৌরভ গঙ্গোপাধ্যায়sourav ganguly)। বৃহসস্পতিবার সিনেমা জগতের তারকাদের...

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...
Exit mobile version