নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি শেষে আদালত তাঁর জামিনের আর্জি নামঞ্জুর করে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়োগ মামলায় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পুজোর ছুটির মধ্যেই মামলায় চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় সংস্থা। তার পরেই বিধায়কের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। বিধায়কের আইনজীবী জানান, গ্রেফতারির আগে ও পরে তাঁর মক্কেলের বয়ান সংগ্রহ করা হয়েছে, এমনকি মামলায় চার্জশিটও জমা পড়েছে। তাই শর্তসাপেক্ষে জামিন চাওয়া হয়। কিন্তু আদালত সেই আর্জি মঞ্জুর করেননি।
উল্লেখযোগ্যভাবে, নিয়োগ মামলায় এর আগেও জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। কিন্তু পুনরায় ইডির গ্রেফতারি নিয়ে আদালতে প্রশ্ন ওঠে। বিচারক জানতে চান, নতুন করে কী তথ্য পেয়েছে ইডি। ইডির বক্তব্য, নিয়োগ দুর্নীতিতে জীবনকৃষ্ণের হাতে যে অর্থ গিয়েছে বলে অভিযোগ, সেই টাকা পরবর্তীতে কার কাছে পৌঁছেছে— সেটিও এখন তদন্তাধীন।
আরও পড়ুন- KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা
_
_
_
_
_
_
_
