ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students’ Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র সংসদের নির্বাচনে একজোটে লড়াই করেছিল All India Students’ Association (AISA), Students’ Federation of India (SFI) এবং Democratic Students’ Front (DSF)। ছাত্র সংসদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি- গুরুত্বপূর্ণ চারটি পদেই জয়ী বাম জোট।
JNU-তে ছাত্র সংসদের নির্বাচন হয় মঙ্গলবার। কড়া নিরাপত্তায় সেদিনই রাত ৯টা থেকেই ভোট গণনা শুরু হয়। ৬৭ শতাংশ ভোট পড়েছে। চারটি পদের জন্য মোট ২০ জন প্রার্থীর লড়াই করেন। ভোটদাতা পড়ুয়ার সংখ্যা ছিল ৯ হাজার ৪৩ জন। বৃহস্পতিবার সন্ধেয় ফল প্রকাশ হতেই দেখা যায় JNU-তে ফের লাল ঝড় খাতা খুলতেই পারল না গেরুয়া শিবির।
• প্রেসিডেন্ট পদে ABVP-র বিকাশ প্যাটেলকে ৪০০ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী বাম জোটের প্রার্থী অদিতি মিশ্র
• ভাইস প্রেসিডেন্ট পদে ১২০০-র বেশি ভোটে ABVP প্রার্থীকে হারিয়ে জয়ী বাম জোটের কে গোপিকা
• জেনারেল সেক্রেটারি পদে ABVP-র রাজেশ্বর কান্ত দুবেকে একশোর বেশি ভোটে হারিয়ে জয়ী সুনীল যাদব
• জয়েন্ট সেক্রেটারি পদে ABVP-র অনুজ দামারাকে হারিয়ে জয়ী বাম জোটের প্রার্থী দানিশ আলি
–
–
–
–
–
