চতুর্থ টি২০(T20) ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে জিতল ভারত(India)। সিরিজে ২-১ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শেষ টি২০ ম্যাচে জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত। এমনকি শেষ ম্যাচ কোনওভাবে ভেস্তে গেলেও জিতবে ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হারলেও তৃতীয় ম্যাচ থেকেই কামব্যাক করে ভারত। এদিনও ভারতীয় বোলারদের দাপটেই জয় এল। জিতলেও ভারতের চিন্তা থাকল ব্যাটারদের নিয়ে। আগামী বছরের শুরুতেই টি২০ বিশ্বকাপ। মাত্র কয়েক মাস আগে মোটামুটি দলের কাঠামো তৈরি হয়ে যাওয়ার কথা। তবে অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ ম্যাচেও পরীক্ষা-নিরীক্ষার রাস্তা থেকে হাঁটছেন না গৌতম গম্ভীরেরা।
চতুর্থ ম্যাচেও দলে ভারত কোনও বদল করেনি। বদল হল ব্যাটিং অর্ডারে। ব্যাটিং তালিকায় হঠাত করেই রদবদল হল। আচমকাই শিবম দুবেকে উপরে উঠিয়ে আনা হল। তিলক বর্মাকে মাঝে নামানো হল। অক্ষর প্যাটেলকে আটে নামলেন গম্ভীর।তবে কিছুটা স্বস্তি দিলেন গিল। ৩৯ বলে ৪৬ রান করে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক।
কুইন্সল্যান্ডে ভারতের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা মন্দ করেনি অস্ট্রেলিয়ান ওপেনাররা। ওপেনিং জুটিতে তারা তোলে ৩৭ রান। দ্বিতীয় ইউকেটের পড়ার সময় অজিদের স্কোর ছিল ৬৭ রান। এরপরই ভারতের স্পিনাররা খেলায় ফেরালেন ভারতীয় দলকে। যোগ্য সঙ্গত করেন মিডিয়াম পেসার শিবম দুবেও।১১৯ রানেই অল আউট হল অজিরা। সুন্দর তিনটি, অক্ষর ও শিবম দুটি করে উইকেট নিলেন।
–
–
–
–
