এবার এসবিআইয়ের নয়া শাখা লাদাখে! কত উচ্চতায় জানেন?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন শাখা খুলল। তবে সমতলে নয় সমুদ্রপৃষ্ঠ থেকে 10হাজার 400 ফুট উঁচু লাদাখে এই শাখা খোলা হয়েছে। এসবিআই- এর চেয়ারম্যান রজনীশকুমার জানিয়েছেন, অনেক দিন ধরেই লাদাখের মানুষকে তাদের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছিল এসবিআই। ওই এলাকায় প্রায় 6 হাজার মানুষ বসবাস করেন। এসবিআই-এর নতুন শাখা তাদের বাড়তি সাহায্য করবে বলে তিনি জানান। ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া গ্রাম টুরটুক। সেখান থেকে 80 কিলোমিটার দূরে খোলা হয়েছে এই শাখাটি। সিয়াচেন বর্ডার থেকে এর দূরত্ব প্রায় 150 কিলোমিটার। এফবিআই সূত্রে জানানো হয়েছে ওই এলাকার মানুষ যথেষ্ট লড়াই করে জীবনযাপন করেন। সেখানে এসবিআই এর শাখা তাদের কাছে বাড়তি পাওনা। আরও বেশ কিছু শাখা খোলার চেষ্টা চালাচ্ছে এসবিআই বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – অম্বানিদের আয়কর নোটিশ

Previous articleঅম্বানিদের আয়কর নোটিশ
Next articleকী হবে ভবিষ্যৎ? দিশাহারা হবু চিকিৎসকরা