Friday, January 9, 2026

সিবিআই দফতরে পুলিশ আধিকারিকদের আগমনে জোরচর্চা! তাহলে কী রাজীব তথ্য পাঠালেন ডিজি?

Date:

Share post:

সারদা মামলায় কলকাতা হাইকোর্ট ADG CID রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ প্রত্যাহারের পর থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তৎপর হয়ে ওঠে সিবিআই। নোটিশ দেওয়া সত্ত্বেও রাজীব কুমার হাজিরা এড়িয়ে গেছেন। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ই-মেল মারফৎ জানিয়ে দিয়েছে, একমাস সময় লাগবে তাঁর। যদিও রাজীবের এই “আবদার” মানতে নারাজ সিবিআই।

এরপর রবিবার থেকেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের খোঁজে হন্যে হয়ে ঘুরছে সিবিআইয়ের আধিকারিকরা৷ তিনি ঠিক কোথায় আছেন তা জানতে রবিবার নবান্নে গিয়ে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে দুটি চিঠি দেন সিবিআই আধিকারিকরা। এরপর সোমবারও নবান্নে যান সিবিআইয়ের দুই আধিকারিক৷ মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেন তাঁরা।

অসমর্থিত সূত্রে খবর, এবার সেই চিঠিরই জবাব দিলেন ডিজি বীরেন্দ্র৷ জানা যাচ্ছে, ডিজির উত্তরের প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে সিবিআই দফতরে৷ প্রথমে বিধাননগর কমিশনারেটে পাঠানো হয় এই উত্তরের কপি৷ সেখান থেকে দুই পুলিশ আধিকারিক সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান সিবিআইয়ের হাতে সেই চিঠি তুলে দিতে৷

প্রসঙ্গত, রবিবার ছুটি থাকার জন্য মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিতে পারেনি সিবিআই৷ কোনও সরকারি কর্মচারি অগ্রিম ছুটি নেওয়ার ক্ষেত্রে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয় কী কারণে তিনি ছুটি নিচ্ছেন, কবে ছুটির আবেদন করেছেন, কত দিনের ছুটি, কোথায় আছেন, মোবাইল নম্বর–সবই উল্লেখ করতে হয়। সুতরাং, রাজীব কুমার নিশ্চয় তাঁর ঊর্ধ্বতন কর্তাদের এই তথ্যগুলি জানিয়েছেন। সেই খোঁজ পেতেই নবান্নের প্রশাসনিক কর্তাদের কাছে চিঠি নিয়ে হাজির হয়েছিলেন সিবিআই কর্তারা। আসলে সিবিআই তদন্তকারীরা দেখে নিতে চাইছেন রাজীব কুমার ছুটি আদালতের রায়ের আগে নাকি পরে নিয়েছেন৷ তাহলে সেই বুঝে তাঁরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।

এদিন সম্ভবত সেই তথ্যেরই জবাব দিয়েই ডিজি দুপুরে এই চিঠি পাঠান বলে খবর অসমর্থিত সূত্রে খবর।

spot_img

Related articles

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...