বারাসত আদালতে আগাম জামিনের আবেদন রাজীব কুমারের

বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সূত্রের খবর, গত শনিবারই আগাম জামিনের আবেদন করেছেন তিনি। আবেদনের কপি সিবিআইকে জমাও দিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। মঙ্গলবার, এই জামিনের আবেদনের শুনানি বারাসত আদালতে। গত শুক্রবার কলকাতা হাইকোর্ট রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ তুলে নেওয়ার পরেই ওই দিন বিকেলে রাজীব কুমারকে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই নোটিশের প্রেক্ষিতে শনিবার সিজিও কম্প্লেক্স হাজিরা দেওয়ার কথা ছিল রাজীব কুমারের। কিন্তু তিনি হাজিরা দেননি। এমনকী, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে সিবিআই সূত্রে খবর। এই পরিস্থিতিতে বারাসত আদালতে রাজীবের জামিনের আবেদনের দিকেই তাকিয়ে সবাই।

Previous articleরাজীব কুমারকে পেতে আজ থেকেই ‘অ্যাকশনে’ নামতে পারে CBI
Next articleস্বেচ্ছাচারের প্রতিবাদ করেছিলেন, তাই রাজীব কুমার গ্রেফতার করে কুণাল ঘোষকে, ভরা কোর্টে জানালো CBI