Wednesday, December 17, 2025

প্রত্যাশিত পথেই হেঁটেছেন ‘ফেরার’ রাজীব কুমার। গোপন ডেরা থেকেই গ্রেফতারি এড়াতে শেষ পর্যন্ত বারাসত কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন IPS রাজীব কুমার। কোর্ট সূত্রের খবর, শনিবারই এই হলফনামা জমা পড়েছে। CBI-কে হলফনামার নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই আর্জির শুনানি হবে।

ওদিকে, CBI আজ, সোমবার বেলা 2টো পর্যন্ত শেষ সুযোগ দিয়েছে রাজীব কুমারকে। CBI-এর নির্দিষ্ট করা এই সময়ের মধ্যে রাজ্য পুলিশের ADG-CID রাজীব কুমার সল্টলেকের CGO কমপ্লেক্সে না এলে চূড়ান্ত বিপদে পড়বেন তিনি।
CBI আইনি পদক্ষেপ তো করবেই, পাশাপাশি নির্দিষ্ট খবরের ভিত্তিতে শ্রীকান্ত মোহতাকে যেভাবে হেফাজতে নিয়েছে, সেইভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘তুলে’ নিতে পারে রাজীব কুমারকে। নীরবে সেই প্রস্তুতিও CBI সেরে ফেলেছে।

সারদা-কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই বেশ কয়েকবার CBI রাজীবকে ডেকে পাঠালেও রাজীব সে সব এড়িয়ে কোর্টে গিয়েছে। তবে এবার কোর্টে যাওয়ার তেমন জুতসই আর্জি রাজীবের হাতে নেই। CBI-এর বক্তব্য, রাজীব কুমার ভুল আইনি পরামর্শে চলছেন। সে কারনেই প্রতিদিনই নতুন অভিযোগ জমা হচ্ছে তাঁর বিরুদ্ধে। আগাম জামিনের যে আর্জি রাজীব করেছেন, তার ভিত্তি দুর্বল। কারন রাজীবকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। রাজীবের নামে একনও পর্যন্ত কোনও চার্জশিট নেই। সুতরাং কোনও সাক্ষী গ্রেফতারের আশঙ্কা করেন কীভাবে?

জল যে দিকে গড়াচ্ছে, তাতে আইনি মহল কার্যত নিশ্চিত,
এবার আর রাজীব কুমার নিজেকে নিরাপদে রাখতে পারবেন না। গত শুক্রবারই কলকাতা হাই কোর্টের নির্দেশে উঠে গিয়েছে তাঁর রক্ষাকবচ। বিচারপতি মধুমতী মিত্র একইসঙ্গে রাজীবকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ রাজীব মানছেন না। ফলে আদালত অবমাননার অভিযোগও রাজীবের বিরুদ্ধে উঠছে। সেই পরিস্থিতিতে সুকৌশলে CBI গোটা বিষয়ের সঙ্গে রাজ্য সরকারকে জড়িয়ে দিতেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজি’কে এ বিষয়ে
চিঠি দিয়ে তাঁদের এই মামলায় ঘুরিয়ে ‘পার্টি’ করে দিয়েছে।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version