কেন্দ্রের ‘হিন্দি চাপানোর’ বিরুদ্ধে সরব হলেন খোদ বিজেপির এক মুখ্যমন্ত্রী!

এবার কেন্দ্রের ‘হিন্দি চাপানোর’ বিরুদ্ধে সরব হলেন ক্ষোভ বিজেপির এক মুখ্যমন্ত্রী! ভাষার সঙ্গে কোনও রকম আপস তিনি করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

সোমবার বিকেলে একটি টুইট করেন ইয়েদি। তিনি লেখেন, “দেশের সব সরকারি ভাষার গুরুত্বই সমান। কিন্তু কর্নাটকের ক্ষেত্রে আমি বলতে পারি, কন্নড় আমাদের মূল ভাষা। এই ভাষার সঙ্গে আমরা কখনওই আপোস করব না। কর্নাটক রাজ্যে সংস্কৃতিকে তুলে ধরতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
উল্লেখ্য, শনিবার হিন্দি দিবস উপলক্ষ্যে দেশের হিন্দি ভাষাকে সব দেশবাসীর ভাষা করার জন্য জোরদার সওয়াল করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরেই বিরোধীরা এর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে। তবে সব থেকে বেশি প্রতিবাদ আসে দক্ষিণের রাজ্যগুলি থেকেই। ‘হিন্দি চাপিয়ে দিলে’ দেশের ভেতর যুদ্ধ লেগে যেতে পারে, এমনই জানান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তামিলনাড়ুর ডিএমকে নেতা স্টালিনও সরকারের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন।

Previous articleগান্ধিগিরিতে নামল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন!
Next articleস্বামীর মঙ্গল কামনায় আসানসোলে পুজো দিলেন নমোর স্ত্রী, জানলই না বিজেপি নেতৃত্ব